সম্প্রতি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের রায়পুরা আঞ্চলিক অফিসে বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) হেলেনা বেগম। সভায় সভাপতিত্ব করেন এনইভিপি (উন্নয়ন) নাজমা সুলতানা।
সভায় উন্নয়ন কর্মকৌশল, মেধাভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।
এ সভাকে কেন্দ্র করে রায়পুরা অঞ্চলের কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।















