New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
অফিস উদ্বোধন 

শাহপরীর দ্বীপে বীমা সুরক্ষা দিচ্ছে ডায়মন্ড লাইফ 

  • প্রকাশের সময় : ৬ মাস ২ সপ্তাহ ৫ দিন ১৫ ঘন্টা ২ মি. আগে, ০১:৩৫:৩৫ এ.এম, শুক্র, ২৭ জুন ২০২৫
  • 784
ক্যাপশন অফিস উদ্বোধন করছেন ডায়মন্ড লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী রফিকুজ্জামান রিপু।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

শাহপরীর দ্বীপ, বাংলাদেশের একেবারের দক্ষিণ সীমান্তের নাম। এরপর আর কিছু নেই, শুধু বিস্তৃত জলরাশি। চারপাশে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ। অনেক দূরে চোখ রাখলে দেখা যাবে জেলেদের নৌকা সাগরে মাছ ধরছে। আর কোথাও কিছু নেই, কেউ নেই। এবার সেই শাহপরীর দ্বীপে বীমা সুরক্ষা নিয়ে হাজির হয়েছে ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার (২৬ জুন) কক্সবাজারের টেকনাফ উপজেলার এই প্রত্যন্ত জনপদে উদ্বোধন করা হয়েছে ডায়মন্ড লাইফ ইন্সুরেন্সের সাংগঠনিক অফিস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  রফিকুজ্জামান রিপু ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি, কক্সবাজার জেলা বিএনপি’র সদস্য  ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কনসালটেন্ট  এম এ হাসান নুরুল্লাহ্ , চট্টগ্রাম বিভাগীয় প্রধান  উপ-ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান টিপু , টেকনাফ জোনাল অফিসের ইনচার্জ ওমর ফারুক রিয়াদ ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহপরীর দ্বীপ সাংগঠনিক অফিসের  ব্রাঞ্চ ম্যানেজার  শামসুল আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোহাজারী জোনাল অফিসের জি এম /ইনচার্জ  দেলোয়ার হোসেন, সাংগঠনিক অফিসের এজিএম  আমানুল্লাহ নাহিন,   বি এম জোসনা আক্তার মসহ বিভিন্ন এলাকা থেকে আগত উন্নয়ন কর্মী ও  কর্মকর্তাবৃন্দ।