আলফা ইসলামি লাইফের সিইও পদে নুরে আলম ছিদ্দিকীর নিয়োগ অনুমোদন
প্রকাশের সময় :
২ বছর ৭ মাস ৩ সপ্তাহ ৩ দিন ১৬ ঘন্টা ৪ মি. আগে, ০৩:৪৯:১২ এ.এম, বুধ, ২৪ মে ২০২৩
2702
নিজস্ব প্রতিবেদক:
আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নুরে আলম ছিদ্দিকী অভি’র নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
মঙ্গলবার আইডিআরএ’র পরিচালক মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদনের কথা সংশ্লিষ্টদের জানানো হয়। আগামী তিন বছরের জন্য অনুমোদিত এই নিয়োগ চলতি বছরের ০১ মার্চ থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান বরাবর পাঠানো অনুমোদন সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়,”কোম্পানি হতে প্রাপ্ত সূত্রোক্ত পত্রের মাধ্যমে প্রেরিত প্রস্তাব ও এর সঙ্গে সংযোজিত নিয়োগ চুক্তিপত্র এবং অন্যান্য দলিলাদির ভিত্তিতে বীমা আইন, ২০১০ ও বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২ মোতাবেক শর্তাবলি পরিপালন সাপেক্ষে নুরে আলম ছিদ্দিকী অভিকে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ০১ মার্চ ২০২৩ তারিখ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সাল পর্যন্ত অর্থাৎ ০৩ (তিন) বছরের জন্য নিয়োগের অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।”
চুক্তিপত্রের বিভাজন অনুযায়ী আলফা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি মাসিক সর্বমোট চার লক্ষ টাকা বেতন-ভাতা এবং বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
নুরে আলম ছিদ্দিকী অভি দীর্ঘদিন ধরে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে ছিলেন।