পুনঃনিয়োগ পাওয়ায় আইডিআরএ’র সদস্য দলিল উদ্দিনকে পপুলার লাইফের শুভেচ্ছা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য হিসেবে দ্বিতীয় দফায় নিয়োগ পাওয়ায় মো. দলিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী।
মঙ্গলবার (৩০ মে) সংশ্লিষ্টদের সাথে নিয়ে আইডিআরএ কার্যালয়ে বি এম ইউসুফ আলী এই শুভেচ্ছা জানান।
মো. দলিল উদ্দিনকে ২০২০ সালের ১০ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আগামী তিন বছরের জন্য একই পদে তাকে পুনঃনিয়োগ দেয়া হলো।















