টাঙ্গাইলের সখিপুরে নতুন সাংগঠনিক কার্যালয় উদ্বোধন করেছে প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ১৫ জুন স্থানীয় একটি মিলনায়তনে অফিস উদ্বোধন ও উন্নয়ন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক
ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন আবু মোঃ শফিকুল ইসলাম শাওন, উপ-ব্যবস্থাপনা পরিচালক(উঃ), হেলাল উদ্দিন চৌধুরী, পি.ডি (উঃ), মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপক (উঃপ্রঃ), মোঃ মঞ্জুরুল হক মজনু, সাবেক কমিশনার, সফিপুর, মোঃ কাশেম মিয়া, এএডি (উঃ) কালিহাতী অফিস। এছাড়া কোম্পানিটির মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা ও বীমা গ্রাহকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।















