Berlin
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

পুরস্কার পেল ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্ট বিজয়ীরা

  • প্রকাশের সময় : ২ বছর ৫ মাস ৩ সপ্তাহ ৩ দিন ১৬ ঘন্টা ৭ মি. আগে, ০৫:৩৪:৫৬ পি.এম, রবি, ২৩ জুলা ২০২৩
  • 664
ক্যাপশন বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন অতিথি।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

ঢাকা: বাংলাদেশের প্রথম সোস্যাল কমার্স প্ল্যাটফর্ম ফ্যানফেয়ার বাংলাদেশ। যেটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ও ই-কমার্স হিসেবে কাজ করছে।  প্রতিষ্ঠানটি দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড ও ইউজারদেরকে প্রাধান্য দিয়ে সফলতার সাথে কাজ করে আসছে।  ফ্যানফেয়ার অ্যাপে ভালমানের কন্টেন্ট চাইলেই ইউজাররা শেয়ার করতে পারেন, পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন ধামাকা কন্টেস্টেও অংশগ্রহণ করেন এই অ্যাপের ইউজাররা।  মানসম্মত ভিডিও শেয়ার করে  ইউজাররা প্রতিনিয়ত জিতে নিচ্ছেন আকর্ষনীয় সব পুরস্কার সাথে সাথে ইউজারদের ভিডিওতে তারা ব্র্যান্ড ফোকাস করে ভিডিও শেয়ার করলেই  থাকছে  মনিটাইজেশনের সুবিধা।   

 

সম্প্রতি ফ্যানফেয়ারের স্টুডিওতে ডিভাইস এন্ড গেজেট নামের এক মেগা ভিডিও কন্টেস্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন  জনপ্রিয় আরজে ও উপস্থাপক নিরব।  এ সময় ফ্যানফেয়ারের ফেসবুক লাইভে বিজয়ীদের হাতে পুরষ্কারী তুলে দেয়া হয়। ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্ট ছিলো মাই হোম নিডস ।  এই কন্টেস্টে প্রায় দুই হাজারের মত ভিডিও পাঠিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা।  সেখান থেকে বাছাই করে ৩ জন বিজয়ীর হাতে স্মার্ট ডিপ ফ্রিজ,ওভেন আর স্ট্যান্ড ফ্যানসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার পেয়ে বিজয়ীরা কন্টেন্ট তৈরির ব্যাপারে আরো আগ্রহী হয়ে ওঠবেন বলে জানান। 

 

অনুষ্ঠানের অতিথি নিরব। বলেন বর্তমান সময়ে স্যোসাল নেটওয়ার্কের অবক্ষয় ও ভালো মানের কন্টেন্টের ক্ষেত্রে ফ্যানফেয়ার একটি নতুন স্বপ্ন ধারার নাম  ।  তিনি আরো বলেন ফ্যানফেয়ারের ব্যবহারকারী যারা রয়েছেন তাদের কাছে ভালোমানের কন্টেন্ট বের করে নিয়ে আসার ক্ষেত্রে এরকম মেগা অনুষ্ঠান অপরিহার্য পাশাপাশি প্রতিভা বিকাশের আরেক নাম ফ্যানফেয়ার।  

 

এর আগে ধামাকা ঈদ শপিং, ডিভাইস এন্ড গেজেট সহ বিভিন্ন মেগা ভিডিও কন্টেস্টে বিজয়ীরা মানসম্মত কন্টেন্ট দিয়ে জিতে নেয় টিভি, ওভেন সহ নানা পুরষ্কার।  বর্তমানে এই অ্যাপে চলছে Talent Fest নামে একটি মেগা কন্টেস্ট।  যেখানে যেকেউ চাইলে অংশগ্রহন করতে পারেন (https://fanfare.page.link/tEbg) আর তার প্রতিভার ভিডিও দিয়ে জিতে নিতে পারেন  নিতে পারেন গিটার, হোম থিয়েটার, গিমবেলসহ বিভিন্ন পুরস্কার।   

 

ট্যাগs: