জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে শুক্রবার (২৮ জুলাই) বিকেলে দিনাজপুরের স্বপ্নপুরীর রজনীগন্ধা রিসোর্টে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম নুরুজ্জামান।
সভায় প্রধান অতিথি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ পদের টার্গেট পূরণ করতে হলে বেশি বেশি এফএ নিয়োগ করতে হবে। গ্রাহকদের প্রিমিয়ামের টাকা জমা ও দাবি পরিশোধ আরো সহজ করা হয়েছে। এগুলো গ্রাহকদের মধ্যে বেশি বেশি প্রচার করতে হবে।
জিএম আব্দুল মজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জিএম আলতাব হোসেন, রুহুল আমিন, মোখলেসুর রহমান।















