চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৯ম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলফা লাইফের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে সভায় কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি, এ্যাকচুয়ারি বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ ইমরান হাসান লস্কর এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় কোম্পানির ইতিহাসে এই প্রথম পলিসি গ্রাহকদের জন্য বোনাস ঘোষণা করা হয়।
এ সময় কোম্পানির প্রয়াত ব্র্যাঞ্চ ম্যানেজার রেজাউল করিম মোল্লা’র মরণোত্তর ১৬ (ষোল) লক্ষ টাকার চেক তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।















